বিদ্যালয় পরিচিতি ও ইতিহাস

সেরা শিক্ষক পুরষ্কার গ্রহণ করছেন অধ্যক্ষ

কলকাকলী অর্থ কলরব। নেই কলরবকে কোমলমতি শিশুদের অন্তরে প্রবাহিত করে পাচিতো রূপ দানের লক্ষ্যে চাই মৌলিক ও সুষম প্রাথমিক শিক্ষা। কলকাকলী কিভার কিন্ডার গার্টেন সেই শিক্ষার আলোক বর্তিকা। প্রবীণ শিক্ষাবিদ প্রাক্তন ম্যাজিস্ট্রেট ও বিশিষ্ট উপোন্যাসিক জনাব শফিউদ্দিন সরদার (বি.এ. অনার্স, এম.এ ইতিহাস, এম.এ ইংরেজী, বি.এড, প্রথম শ্রেণী, ডিপ,ইন,এড (লন্ডন) বিশিষ্ট শিক্ষাবিদ তৎকালীন উপজেলা ম্যাজিস্ট্রেট জনাব এনায়েত হোসেন প্রমুখ এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্ভাবক। উৎসাহী শিক্ষানুরাগী জনাব মাজেদুর রহমান এই প্রতিষ্ঠানের সংগঠক ও পরিচালক। এই প্রতিষ্ঠানটির জন্মলগ্নে ও পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব ডি. এন. সরকার, আত্রাই পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেহেনা আক্তার, জনাব মোঃ শফিকুল ইসলাম, নাটোর মনীষা ভবনের অধ্যক্ষ, জনাব শহিদুল ইসলাম, জনাব একরামুল বারী রনজু সহ আরও অনেক শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।

কলকাকলী একটি ব্যক্তি মালিকানাধীন স্বয়ংসম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালক দ্বারা স্বাধীনভাবে পরিচালিত ও নিয়ন্ত্রিত। এই প্রতিষ্ঠানটি সর্বোতভাবে বাইবের হস্তক্ষেপ মুক্ত। পরিচালকের সহযোগীতার জন্য একটি উপদেষ্টা কমিটি রয়েছে।

সম-মানষীকতার শুভাকালী, শিক্ষাবিদ ও প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদের নিয়েই উপদেষ্টা কমিটি গঠিত হয়। পাজিতা, শিক্ষাদানে পারদর্শিতা ও শিক্ষাদানে নিবেদিত প্রাণ ব্যক্তিদের এখানে শিক্ষক শিক্ষিকা হিসাবে নিয়োগ করা হয়। “জ্ঞানই শক্তি”, এই শিক্ষা প্রতিষ্ঠান সেই শক্তির কাছে পৌছার পথ প্রশস্থ করে

Chat